গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় ও শেষ পর্বের আখেরি মোনাজাত সম্পন্ন হয়েছে। মোনাজাতে অংশ নেন লাখো মুসল্লি।আজ রোববার বেলা ১১টা ১০ মিনিটে আখেরি মোনাজাত শুরু হয়। শেষ হয় ১১টা ৪৩ মিনিটে। ভারতের দিল্লির মাওলানা মোহাম্মদ সা’দ মোনাজাত পরিচালনা করেন। এর আগে তিনি হেদায়েতি বয়ান করেন।আখেরি মোনাজাতে অংশ নিতে ভোর থেকেই টঙ্গী শহর, ইজতেমাস্থল ও এর আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
Share!