রাজধানীর দারুস সালামে দুই শিশু সন্তানকে গলাকেটে হত্যার পর মা আনিকা (২০) আত্মহত্যা করেছেন বলে পুলিশ দাবি করেছে। নিহত দুই শিশুর নাম, শামীমা (৫) ও আবদুল্লাহ (৩)।
মঙ্গলবার বিকাল সাড়ে তিনটার দিকে দারুস সালামের শাহ আলী মাজারের পেছনে ছোট দিয়াবাড়ির ২৯/১ নং টিনশেড বাসায় এ ঘটনা ঘটে।ঘটনার বর্ণনা দিয়ে থানার ওসি সেলিমুজ্জামান জানান, বিছানার উপর দুই শিশুর গলাকাটা লাশ পড়ে ছিল। আর ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় আনিকার ঝুঁলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।ওসি আরও জানান, তার স্বামী শামীম আহমেদ একজন ছোট ব্যবসায়ী।
Share!