সম্পদের তথ্য গোপন মামলায় বন ও পরিবেশমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর হাইকোর্টে দেয়া খালাসের রায় বহাল রেখেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।এই আদেশের ফলে তার বিরুদ্ধে নিম্ন আদালতের দেয়া সাজার আদেশ বাতিল থাকল।রোববার আপিল বিভাগের বিচারপতি নাজমুন আরা সুলতানার নেতৃত্বাধীন বেঞ্চ এই আদেশ দেন। আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে খুরশিদ আলম খান এবং রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম।২০১০ সালের ২২ আগস্ট দুর্নীতির মামলায় মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে সাত বছরের সাজা বাতিল করে রায় দিয়েছিলেন হাইকোর্টের একটি বেঞ্চ।ঘুষ গ্রহণের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় ২০০৮ সালের ১৮মে আনোয়ার হোসেন মঞ্জুকে সাত বছরের সাজা দেয় ঢাকার বিশেষ আদালত।
বনমন্ত্রীর খালাসের রায় আপিলে বহাল
Share!