ক্রেতা বিক্রেতাদের মিলনমেলা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় অনেক প্রতিষ্ঠান তাদের পণ্য পরিচিতি করতে বিভিন্ন অফার দিয়ে থাকেন। মেলার বয়স যত বাড়তে থাকে অফারের পরিমাণ ততই বাড়তে থাকে। ক্রেতাদের আকৃষ্ট করতে মেলার শুরুতেই বিশেষ অফার দিয়ে ২০৮ নম্বর স্টলটি। এমএস এন্টারপ্রাইজের ওই স্টলে লেখা আছে একটি কিনলে ১০টি ফ্রি।স্টলটি ঘুরে দেখা গেছে, সেখানে একটি ননস্টিক ফোর পিস কিনলে এর সঙ্গে আরও নয়টি জিনিস দেয়া হবে। এজন্য দাম গুনতে হবে সাড়ে তিন হাজার টাকা।এছাড়া ওভেন ও ইলেকট্রিক চুলা কিনলেও এর সঙ্গে দেওয়া হবে আরও নয়টি পণ্য। প্রেসার কুকার, ব্লেন্ডার, চামুচ সেট একটি, ইগ বিটার, কফি মেকার, ফ্লাক্স, এলইডি লাইট ও রুটি মেকারসহ পছন্দের জিনিসগুলো প্যাকেজে নিতে পারবেন ক্রেতারা
একটি কিনলে ১০টি ফ্রি
Share!