করা হয়েছে মরক্কোর দুই নাগরিককে। তাদের পাচারের গাড়িতে লুকানো অবস্থায় দুজন ও স্যুটকেসবন্দি অবস্থায় একজনকে উদ্ধার করা হয়েছে।মরক্কোর পুলিশ জানিয়েছে, পাচারকারীরা ওই তিন ব্যক্তিকে মরক্কো থেকে স্পেনের সিউটা এলাকায় নিয়ে যাচ্ছিল।স্থানীয় সময় সোমবার দুই ব্যক্তিকে একটি গাড়ির ড্যাশবোর্ড ও পেছনের সিটের নিচ থেকে উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, তারা গিনির অধিবাসী।এর আগে ৩০ ডিসেম্বর মরক্কোর এক নারীর স্যুটকেস থেকে এক ব্যক্তিকে উদ্ধার করে কাস্টমস কর্মকর্তারা। স্যুটকেসবন্দি অবস্থায় বেশ অসুস্থ হয়ে পড়েন আফ্রিকান ওই তরুণ। পরে তাঁকে জরুরিভাবে হাসপাতালে ভর্তি করা হয়।গত রোববার একই সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা চালায় এক হাজার ১০০ অভিবাসী। সে সময় তাঁদের ঠেকাতে গিয়ে আহত হন মরক্কোর ৫০ ও স্পেনের পাঁচ সীমান্তরক্ষী।আইনশৃঙ্খলা বাহিনীর তত্পরতায় কেউ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করতে পারেনি। তবে সীমান্তে কাঁটাতারের বেড়া পার হওয়ার সময় আহত হন বেশ কয়েকজন। তাঁদের স্পেনের সিউটার একটি হাসপাতালে ভর্তি করা হয়।গত বছরের ৯ ডিসেম্বর ওই সীমান্ত দিয়ে একই ধরনের অনুপ্রবেশের ঘটনা ঘটে। সে সময় সীমান্ত পার হওয়ার চেষ্টা করেন ৪০০ অভিবাসী।সীমান্তপথে আফ্রিকা থেকে ইউরোপে যাওয়ার একমাত্র পথ মরক্কো ও স্পেনের ওই সীমান্ত
গাড়ি ও স্যুটকেসবন্দি করে মানব পাচারের সময় আটক
Share!