নেপিয়ারে তিন ম্যাচের সিরিজের প্রথম টি টোয়েন্টিতে বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। টাইগারদের ১৪১ রানের জবাবে ব্যাট করতে নেমে কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনের ৫৫ বলে ৭৩ রানে দুই ওভার ও উইকেট হাতে রেখেই জয় পেয়ে যায় স্বাগতিকরা।এছাড়া গ্র্যান্ডহোম করেন ৪১ রান। বাংলাদেশের পক্ষে একটি করে উইকেট নেন মুস্তাফিজ, রুবেল ও সাকিব।এর আগে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়া বাংলাদেশ শেষ পর্যন্ত ১৪২ রানের টার্গেট দেয় নিউজিল্যান্ডকে। মাহমুদুল্লাহ রিয়াদের ৪৭ বলে ৫২ রানের ইনিংসে সুবাদে এই স্কোর গড়ে টাইগাররা।ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। নতুন বছরে জয়ের তাড়না নিয়ে ম্যাচ শুরু করা বাংলাদেশ প্রথমেই হোঁচট খায় নিউজিল্যান্ডের ম্যাট হেনরির কাছে। দলীয় ৫ রানে ব্যক্তিগত খাতা শূন্য রেখে বিদায় নেন ইমরুল কায়েস। অবশ্য তার ক্ষত বেশ দ্রুত পূরণ করার চেষ্টা করেন সাব্বির রহমান ও তামিম ইকবাল। কিন্তু এখানেই শেষ। এরপর হঠাৎ করেই খেই হারিয়ে ফেলে বাংলাদেশ। তামিম ও সাব্বির পরপর ২ ওভারে বিদায় নিলে রান খরায় ভোগা সৌম্য সরকার ক্রিজে দাঁড়ানোর আগেই বিদায় নেন শূন্য রানে।ব্যাটিং বিপর্যয়ের সময় ভাল পার্টনারশিপের আশা জাগিয়ে স্লো বলে ক্যাচ তুলে বিদায় নেন সাকিব আল হাসান। কলিন গ্রান্ডহোমির ওভারে ব্যক্তিগত ১৪ রানে বিদায় নেন তিনি। ব্যাটিং বিপর্যয়ে থাকা বাংলাদেশকে বাঁচানোর চেষ্টা করেন মোসাদ্দেক। ১৭ বলে ২০ রান করেন এই অলরাউন্ডার। কিন্তু তারপর বিদায় নেন তিনিও। সপ্তম উইকেটে দলের অধিনায়ক মাশরাফি মাঠে নামার পর দ্রুত রানের আশা দেখছিল বাংলাদেশ ভক্তরা। কিন্তু তিনিও ১ রানে বিদায় নিলে বড় সংগ্রহের কথা ভাবা আর সম্ভব হয়নি।অন্যদিকে দলের ব্যাটসম্যানদের এই যাওয়া আসার মিছিলে ক্রিজে টিকে ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। ৪৭ বলে ক্যারিয়ারের তৃতীয় টি-২০ হাফসেঞ্চুরি করেন তিনি। তিনটি ছয় ও তিনটি চারে সাজানো তার এই ইনিংসের ওপর ভর করেই ১৪১ রান করে বাংলাদেশ। ব্যক্তিগত ৫২ রানে ফার্গুসনের দুর্দান্ত এক ইয়র্কারের শিকার হয়ে সাজঘরে ফেরেন তিনি।
নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নিয়ে ৩২ রান দেন ফার্গুসন। এ ছাড়াও গুরুত্বপূর্ণ ২টি উইকেট নেন হুইলার। হেনরি, গ্রান্ডহোমি ও সেটনার নেন ১টি করে উইকেট। এর মধ্যে সবচাইতে হিসেবি বোলিং করেন সেটনার।
Share!