বর্তমান সময়ে ফেসবুক নেই এমন প্রাপ্ত বয়স্ক ছেলে-মেয়ে খুঁজে পাওয়া খুব কঠিন। ফেসবুককে যোগাযোগের অন্যতম মাধ্যম মনে করা হয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও এর ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বাড়ছে। বর্তমানে দেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা দেড় কোটি অতিক্রম করেছে। গত বছর এ সংখ্যা ছিল এক কোটি।শনিবার সামাজিক যোগাযোগের মাধ্যম, অনলাইনে শিশুদের নিরাপত্তা ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে দায়িত্ববোধ-বিষয়ক সেমিনার থেকে এ খবর জানা গেছে।সেমিনার থেকে জানা যায়, বাংলাদেশে বর্তমানে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ১ কোটি ৭০ লাখ। গত বছরের তুলনায় ৭০ লাখ বেড়েছে ব্যবহারকারীর সংখ্যা।অন্যদিকে ২০১৩ সালের ১ জানুয়ারিতে বাংলাদেশে ফেসবুকের ব্যবহারকারী ছিল ৩৩ লাখ ৫২ হাজার ৬৮০ জন। ২০১৩ সালের আগস্ট মাসে ফেসবুকে বাংলাদেশের ব্যবহারকারীর সংখ্যা হয় ৫৪ লাখ।মোবাইল ফোনের সহলভ্যতা এবং ইন্টারনেটের মূল্য কম ও ফ্রি ফ্রি ফেসবুক ব্যবহার করার সুযোগ থাকায় এর ব্যবহারকারী বাড়ছে বলে মনে করা হচ্ছে।
দেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা দেড় কোটি ছাড়িয়েছে
Share!