নিউজ ফেয়ার ও স্বকাল চিত্র পত্রিকা আয়োজিত- মহান বিজয় দিবস উপলক্ষে বিশেষ আলোচনা সভা এবং
দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও আর্থিক অনুদান প্রদান ২০১৬ইং অনুষ্ঠানের সভাপতি কিং হেলথ এন্ড এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান ও নিউজ ফেয়ার গ্রুপ অব পাবলিকেন্সের সম্মানিত সম্পাদক জনাব টি.এ.কে আজাদ সাহেবের বক্তব্য প্রদান- তিনি দেশের হত দরিদ্র মানুষের পাশে এসে দেশের বিত্তবান লোকদের এক হয়ে কাজ করার জন্য আহবান জানান, তিনি সমাপ্ত বক্তব্যে প্রধান অতিথি ব্যারিষ্টার নাজমুল হুদা সাবেক মাননীয় মন্ত্রী ও জনাবএম.নাজিম উদ্দিন আল আজাদ সাবেক মাননীয় মন্ত্রী ও হুইপ কে এই কর্মসূচরি সহিত একমত প্রস্তাব করার জন্য অভিনন্দন জানিয়ে বক্তব্য শেষ করেন।
দেশের হত দরিদ্র মানুষের পাশে এসে দেশের বিত্তবান লোকদের এক হয়ে কাজ করার জন্য আহবান জানান-জনাব টি.এ.কে আজাদ
Share!