ইতিহাস বদলের আশায় মাশরাফিরাঅবশ্যই আমাদের মানসিকতা আগের মতো নেই। আগে যেমন নেতিবাচক চিন্তা থাকত এখন সেসব নেই। খারাপ দিন এখনও আসতে পারে, কিন্তু আমরা মানসিকভাবে ইতিবাচক আছি যে, ভালো কিছু করব। মাশরাফি বিন মর্তুজাক্রীড়া প্রতিবেদক প্রস্তুতিপর্ব শেষ, আজ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে দিয়ে শুরু হচ্ছে ময়দানি লড়াই। ভিনদেশী উইকেট কেমন আচরণ করবে, সেটা সম্পর্কে একটু ধারণা নিতেই ম্যাচের আগের দিন উইকেট দেখেছেন বাংলাদেশ দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে এবং অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। পিচ দেখে ফেরার পথে কোচের সঙ্গে বোধ হয় রণপরিকল্পনাটাও সেরে নিচ্ছিলেন টাইগার দলপতি -সৌজন্যপ্রকৃতি বাগড়া না দিলে ময়দানি লড়াই শুরু হয়ে গেছে, এই লেখা পাঠক যখন পড়ছেন তখন হয়তো ক্রাইস্টচার্চে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডের অর্ধেকটা পেরিয়ে গেছে। বাংলাদেশ সময় ভোর চারটাতেই যে শুরু হয়ে গেছে খেলা। সেই খেলায় টাইগাররা কেমন করবে, সেটাও জানা হয়ে যাবে সকাল সকালেই। এর আগে অবশ্য ভালো কিছুরই আশাবাদ ব্যক্ত করেছেন টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা আর দলীয় কোচ চন্ডিকা হাথুরুসিংহে। মাশরাফির কণ্ঠে তো থাকল নিউজিল্যান্ডে হতাশার ইতিহাস বদলে দেয়ার প্রত্যয়ও।তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগে রোববার ক্রাইস্টচার্চে অনুশীলনে শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নিয়েছে টাইগাররা। এর পরই প্রধান কোচ হাথুরুসিংহেকে সঙ্গী করে সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে হাজির মাশরাফি। সেখানেই সিরিজ নিয়ে নিজেদের আশা-প্রত্যাশার কথা ব্যক্ত করেছেন তারা। নিউজিল্যান্ডের বিরূপ কন্ডিশনকে জয় করে দল ভালো খেলবে বলেই আশা তাদের। বেশ আগেভাগেই দেশ ছাড়া টাইগারদের এবার প্রস্তুতিটাও ভালো হয়েছে। খেলা হয়েছে বেশ কয়েকটি অনুশীলন ম্যাচ। সবমিলে সন্তুষ্ট কোচ আর অধিনায়ক। এবার মূল লড়াইয়ে নিজেদের মেলে ধরার পালা।
ইতিহাস বদলের আশায় মাশরাফিরা অবশ্যই আমাদের মানসিকতা আগের মতো নেই
Share!