প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ত্রুটির পর আবারো আরেকটি বিমানের চাকা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।ওমানের মাসকট থেকে আসা ৭০৭ বোয়িং বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে। বিমানের অনুসন্ধান বিভাগ থেকে জানানো হয়েছে যাত্রী ও ক্রুদের নিরাপদে বের করে আনা হয়েছে। সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটির ঘটনায় তোলপাড়ের মধ্যেই এ ঘটনা ঘটলো। তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানাতে পারেননি কর্মকর্তারা।
Share!