বাণিজ্যমেলার নামে তিন মাস ধরে বেদখল মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ। স্থানীয় ব্যবসায়ীদের আপত্তিতে মেলা না হলেও মাঠের স্থাপনা সরাননি উদ্যোক্তারা। এ অবস্থায় খেলাধুলা করতে পারছে না শিক্ষার্থীরা।
বাণিজ্যমেলার জন্য গত আগস্টে মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠের অর্ধেকজুড়ে তৈরি করা হয় বিভিন্ন স্থাপনা। জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতির নামে প্রভাবশালী কিছু ব্যক্তি এর উদ্যোক্তা। তবে স্থানীয় ব্যবসায়ীদের বিরোধিতায় বন্ধ হয়ে যায় তাদের আয়োজন। কিন্তু রয়ে গেছে স্থাপনাগুলো।
প্রধান শিক্ষক ফজলুর রহমান অভিযোগ করেন, মাঠের এক কোনায় মেলার অনুমতি নিয়েও জোর করে অর্ধেক দখল করা হয়েছে।
তবে স্থাপনাগুলো সরাতে নির্দেশ দেয়া হয়েছে, জানিয়েছেন জেলা প্রশাসক কামরুল হাসান।
যাদের বিরুদ্ধে অভিযোগের তির, এ বিষয়ে মুখ খোলেননি তারা। শিক্ষার্থী ও অভিভাবকদের দাবি, অবৈধ স্থাপনা সরিয়ে মাঠটিতে দ্রুত খেলাধুলার পরিবেশ নিশ্চিত করা হোক।