শেইখ মিথুনঃ
পরিচালক সায়েম জাফর ঈমামীর “রুদ্র দ্যা গ্যাংস্টার” ছবিতে ভিন্নলুকের খল অভিনেতা হিসেবে রুপালী পর্দায় চমকপ্রদ আবির্ভাব লায়নের। পুরো নাম আসিফ এইচ লায়ন। উচ্চতায় ৫ ফিট সাড়ে দশ ইঞ্চি ও ৮৫ কেজি ওজনের লায়ন নামটির সাথে বাস্তবতার যেন দারুন মিল। ছোট বেলায় স্বপ্ন দেখতেন রুপালী পর্দায় খল অভিনেতা হওয়ার। তাই নিজেকেও অভিনয় কলা কৌশল রপ্ত করতে ছাড় দেননি এই নক্ষত্র। ফাইট, নাচ ও অভিনয় চমকে ইতি মধ্যে গুনি পরিচালকদের চোখ লায়নের দিকে। প্রথম ছবি “রুদ্র দ্যা গ্যাংস্টার’এর সফলতার পর আত্মবিশ্বাসে পথচলা শুরু। সম্প্রতি মুক্তি প্রাপ্ত আলোচিত ছবি “বস গিরি” তে অসাধারণ লুকে ও চমৎকার অভিনয়ে নিজের শক্ত অবস্থান জানান দিলেন। জাতীয় চলচিত্র পুরষ্কার প্রাপ্ত পরিচালক সৈকত নাসিরের “প্রত্যাশিত পাষান” ছবি ছাড়াও মুক্তি অপেক্ষায় রয়েছে আরো দুটি ছবি। ছবিগুলো হলো জয়দ্বীব মুখার্জীর “নবাব” ও ক্রিয়েটিভ পরিচালক জেম্বস কাজলের আলোচিত ছবি “ভয়ঙ্কর নেশা”। সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন আরো দুটি ছবিতে। এর মধ্যে মিজানুর রহমান মিজানের চমৎকার গল্পের “রাগী” ছবিটি রয়েছে। বাংলাদেশের চলচিত্রে বর্তমান সময়ে খল অভিনেতার শূন্যতায় দর্শক লায়নকে দেখার প্রতাশা করছে। এমনটাই লায়নের ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায়। স্বল্পসময়ে লায়নের চলচিত্রে আবির্ভাব হলেও ইতিমধ্যে লায়ন নিজের সূনিপুন অবস্থান জানান দিয়েছেন। চলচিত্রে নিজের শক্ত অবস্থান নয় বরং অভিনয় দক্ষতার মাধ্যমে দর্শক হৃদয়ে স্থান পাওয়ার প্রত্যশাই মিষ্টি হেসে জানান দিলেন সম্ভাবনাময়ী এই খল অভিনেতা।
রুপালী পর্দায় উজ্জ্বল নক্ষত্র খল অভিনেতা লায়ন
Share!