এনামুল কবীর ঃ
“আমার মনের জানালা খুলে পাশে আছি দাঁড়িয়ে” জানালা শিরোনামে শিল্পি এস.এম. সোহেলের এই গানটির মিউজিক ভিডিও ইতিমধ্যেই ইউটিউব দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছে। ত্রিভূজ প্রেমের চমৎকার শর্টফ্লিমটিতে অভিনয় শিল্পি ছিলেন মডেল অভিনেতা রাশেদ, নবাগত বর্ষা ও সেলিম। গানটি শিল্পি এস.এম সোহেলের তৃতীয় মিউজিক ভিডিও । গানটি মিউজিক কম্পোজ করেছেন স্বনাম ধন্য মিউজিশিয়ান এস. পুলক, লেখা ও সুর করেছেন আতিক। “২০১৪ সালে শিশির হয়ে এলে” মিক্সড এ্যালবামের মাধ্যমে সংগীতাঙ্গনে আতœপ্রকাশ এই শিল্পির । শিশির হয়ে এলে তুমি গানটির মিউজিক ভিডিও ইউটিউবে ও বিভিন্ন টিভি চ্যানেলে ব্যাপক দর্শক জনপ্রিয়তা পায়। বর্তমানে একক এ্যালবামের কাজ নিয়ে ব্যাস্ত এস. এম সোহেল । আগামী বছরের প্রথমে বাজারে এ্যালবামটি প্রকাশ পাবে বলে জানান উদীয়মান এই শিল্পি। দুইটি মিক্সড এ্যালবাম ছাড়াও চলচিত্রে প্লেব্যাক করেছেন তিনি। পরিচালক জ্যাম্বস কাজল পরিচালিত “ভয়ংকর নেশা” ছবিতে সম্প্রতি একটি চমৎকার গান করেছেন। এ্যালবামের ব্যস্ততা ছাড়াও নিয়মিত ষ্টেজ শো নিয়ে ব্যস্ত উদীয়মান এই শিল্পি। সম্প্রতি নিউজ ফেয়ার ২৪ এর বর্ষপূতি অন্ষ্ঠুানে কন্ঠ শিল্পি হিসেবে অর্জন করেন ‘শিল্পি সম্মাননা পদক ২০১৬’। গান অন্তরের খোরাক যত দিন বেঁচে থাকবো গান করে যাব এমনটাই মিষ্টি হেসে জানান দিলেন শিল্পি এস.এম সোহেল। সবার ভালোবাসা ও দোয়া কামনা করছেন সম্ভবনাময়ী এই শিল্পি।
এস.এম সোহেলের হৃদয় স্পর্শী মিউজিক ভিডিও ‘জানালা’
Share!