তীব্র শীতে অসুখ ও রোগ জীবাণু থেকে রক্ষা পেতে বিনামূল্যে ফ্লু-শট কর্মসূচির আয়োজন করে নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাব। মহতী এ উদ্যোগে উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশি নারী ও পুরুষ ফ্লু-শট সেবা গ্রহণ করেন।মানবতার সেবায় বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে বিশ্বে ব্যাপকভাবে সমাদৃত হয়ে আসছে লায়ন্স আন্দোলন। নিউইয়র্কের বাংলাদেশি প্রবাসীদের নিয়ে গঠিত নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাব স্থানীয় শনিবার দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কমিউনিটির সেবায় বিনামূল্যে ফ্লু শর্ট কর্মসূচি গ্রহণ করে। নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ফাউমা ইনোভেটিভ ইন্ক-এর কার্যালয়ে এই সেবা প্রদান করা হয়।সংগঠনের সভাপতি লায়ন শাহ নেওয়াজ, সাধারণ সম্পাদক লায়ন আসেফ বারী টুটুল, সিনিয়র সহ সভাপতি ও আহ্বায়ক লায়ন মোহাম্মদ সাঈদ, সদস্য সচিব লায়ন ফাহাদ সোলায়মান এই প্রকল্পে অংশ নেয়ায় সকল প্রবাসীদের ধন্যবাদ জানিয়েছেন।
নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাবের সদস্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- প্রতিষ্ঠাতা সভাপতি লায়ন মতিউর রহমান, সাবেক সভাপতি লায়ন নাসির উদ্দিন, সহ-সভাপতি লায়ন মো. রফিকুল ইসলাম, লায়ন অ্যাটর্নি মঈন চৌধুরী, লায়ন মাহমুদ আকন্দ, লায়ন মো. হেলাল উদ্দিন, লায়ন সৈয়দ আফতাব আহমেদ, লায়ন তারেক হাসান খান প্রমুখ।ক্লাবের মহিলা সদস্য মুনমুন বারী, পারভীন জামাল, অ্যাডভোকেট শাহিন খান এই কর্মসূচিতে উপস্থিত মহিলাদের বিশেষ সহযোগিতা করেছেন। ওয়াল গ্রিনের কর্মকর্তা আবুল কালাম আজাদ এবং ফার্মাসিস্ট মিস ব্রিটনি এই কর্মসূচি বাস্তবায়নে প্রবাসীদের সহায়তা করেছেন।
Share!