সাকিবের ঢাকা ডায়নামাইটস ইতিমধ্যেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম দল হিসেবে ১৬ পয়েন্ট নিয়ে শেষ চার নিশ্চিত করেছে। রান রেটে তামিমের চিটাগং ভাইকিংসের শেষ চার নিশ্চিত করেছে। বর্তমান চ্যাম্পিয়ন মাশরাফির কুমিল্লা বিদায় নিশ্চিত। নিশ্চিত বিদায় হয়েছে মুশফিকুর রহিমের বরিশাল বুলসেরও।বাকীদের শেষ চার নিশ্চিত করতে পড়তে হচ্ছে জটিল সমীকরণে। এখনও প্লে অফে খেলার সুযোগ রয়েছে রাজশাহী কিংস, রংপুর রাইডার্স এবং খুলনা টাইটান্সের। তবে এর জন্য রয়েছে অনেক হিসাব-নিকাশ। এদের সবাই সমান পয়েন্ট। রাজশাহীর গ্রুপ পর্বের সব ম্যাচ শেষ। তাই রাজশাহীকে নির্ভর করতে হচ্ছে আজকের (০৪ ডিসেম্বর) কুমিল্লা-রংপুর ও ঢাকা-খুলনার ম্যাচে। খুলনা অথবা রংপুর এদের কেউ হারলেই সামি-সাব্বিদের রান রেটে শেষ চার নিশ্চিত। আর খুলনা ও রংপুর জিতলে শেষ চার নিশ্চিত হবে তাদের আর বিদায় ঘটবে রাজশাহীর।রাজশাহী ১২ ম্যাচের ৬টিতে জয় এবং ৬টি পরাজয়ে ১২ পয়েন্ট নিয়ে অবস্থান করছে টেবিলের ৩য় স্থানে। তাদের রেটিং পয়েন +০.২০৮। রংপুর ১১ ম্যাচের ৬টিতে জয় এবং ৫টি পরাজয়ে ১২ পয়েন্ট নিয়ে অবস্থান করছে টেবিলের ৪র্থ স্থানে। তাদের রেটিং পয়েন -০.০৮৮। আর খুলনা ১১ ম্যাচের ৬টিতে জয় এবং ৫টি পরাজয়ে ১২ পয়েন্ট নিয়ে অবস্থান করছে টেবিলের ৫ম স্থানে। তাদের রেটিং পয়েন -০.২৯৩।
শেষ চার নিশ্চিত করতে পড়তে হচ্ছে জটিল সমীকরণে
Share!