মোঃ নাদিম হোসেনঃ
অদ্য ২০১৬ ইং ১লা ডিসেম্বার তারিখে চাঁপাই নবাবগঞ্জের আল নাহিদ হোটলের চাং পাই রেস্তোরায় “ যেখানে বিপন্ন মানবতা আর লঙ্ঘিত মানবাধিকার সেখানেই রুখে দাঁড়াবে”-টি এইচ আর অর্থাৎ ট্রাস্ট ফর হিউম্যান রাইটস ।এই স্লোগান কে সামনে রেখে মোঃ নুরে আলম সিদ্দিকীর উপস্থাপনায়-বীর মুক্তিযোদ্ধা মোঃ এনামুল হকের সভাপত্তিতে ট্রাস্ট ফর হিউম্যান রাইটস এর শুভ উদ্ভোধন ঘোষণা করেন।কেন্দ্রীয় কমিটির সদস্য ও চাঁপাই নবাবগঞ্জ জেলা কমিটির জেলা সেক্রেটারি মোঃ নাদিম হোসেন ফুলের তোড়া দিয়ে ও কেক কেটে বিদেশ গমনের জন্য ই পি এস আল আজিমকে শুভেচ্ছা ও বিধায় সংবর্ধনা জানায় এবং কমিটি ঘোষণা করেন ।শুভেচ্ছা বক্তব্যে-কেন্দ্রীয় কমিটির সদস্য ও চাঁপাই নবাবগঞ্জ জেলা কমিটির জেলা সেক্রেটারি মোঃ নাদিম হোসেন বলেন দেশের জন্য নিঃস্বার্থে অসহায়, গরীব ও সমাজের লাঞ্চিত ব্যক্তিদের জন্য রুখে দাড়াতে হবে এবং মাদক-দ্রব্য ও জঙ্গি কে সমাজের ব্যাধি বলে ধ্বংস করার আহবান জানিয়েছেন।সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ এনামুল হক বক্ত্যবের মাঝে বলেন স্বাধীনতার পক্ষে যারা এ দেশের জন্য প্রাণ দিয়েছেন আর যারা নিজের মহাৎ প্রাণকে সামনে রেখে যুদ্ধ করেছেন এবং মা বোনদের ইজ্জতের বিনিময়ে যারাএদেশ স্বাধীন করেছেন,তাদের প্রত্যেকের আত্মার মাগফিরাত কামনা করেনএবং তাদের প্রত্যকের প্রতি সম্মান রেখে এদেশকে জঙ্গি মাদক মুক্ত করবো ইনশাল্লাহ বলেন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সভাপতি মোঃ আখতারুজ্জান,আইন বিষয়ক সম্পাদক অ্যাডঃ মোঃ মোতাহার আলী,অর্থ সম্পাদক মোঃ সিহাব হোসেন (আদিল) ,নারীও শিশু বিষয়ক সম্পাদক মদিনা খাতুন,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ আতিকুল্লাহ আরিফ,পরিবেশ ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ আসাদুজ্জামান বিশ্বাস,সহ পরিবেশ ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ নুরুল ইসলাম,প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ জমশেদ আলী,ত্রান ও সমাজ কল্যন সম্পাদক মোঃ আল মামুন আলী খান,দপ্তর সম্পাদক মোঃ রাসেল আলী, সহ দপ্তর সম্পাদক মোঃ নবীরুল ইসলাম, শিক্ষা ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক প্রোফেসর মোঃ আখারুজ্জামান(মনটু),কাযকারি সদস্য( ১) মোঃ বাবর হোসেন, কাযকারি সদস্য (২) মোঃ রিফাত হোসেন এবং জন সাধারন।