কিউবার বিপ্লবী নেতা ও সাবেক প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রো আর নেই। কিউবার রাষ্ট্রীয় টেলিভিশন খবরটি নিশ্চিত করেছে।তার বয়স হয়েছিল ৯০ বছর।রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে আল-জাজিরা জানায়, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় তিনি মারা যান। কিউবার বর্তমান প্রেসিডেন্ট ও ফিদেল কাস্ত্রোর ভাই রাউল কাস্ত্রো এ খবর নিশ্চিত করেন।কিউবায় সমাজতান্ত্রিক বিপ্লবের পর অর্ধশতক জুড়ে দেশ শাসন করে ২০০৮ সালে ছোট ভাই রাউল কাস্ত্রোর কাছে ক্ষমতা হস্তান্তর করে অবসরে যান তিনি।সমর্থকদের কাছে ফিদেল কাস্ত্রো অত্যন্ত শ্রদ্ধার পাত্র। সমর্থকদের মতে, তিনি কিউবাকে জনগণের হাতে তুলে দিয়েছিলেন।গত এপ্রিল মাসে কিউবার কমিউনিস্ট পার্টির সম্মেলনের শেষ দিনে বিরল এক ভাষণ দেন কাস্ত্রো। তিনি বলেন, কিউবার কমিউনিস্ট ধারণা এখনও যুগপোযোগী এবং কিউবার জনগণ বিজয়ী হবে।
কিউবার বিপ্লবী নেতা ও সাবেক প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রো আর নেই
Share!