ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে এক আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধনে গিয়ে চুরি যাওয়া নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের ব্যাগটি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন চার জনকে আটকও করা হয়েছে।বুধবার দুপুরে সমকালকে এসব তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান।তিনি জানান, বিকেল ৪টায় ডিএমপি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।উল্লেখ্য, গত সোমবার সন্ধ্যায় ‘কাউন্টার ফটো’ নামের একটি আলোকচিত্র সংগঠন আয়োজিত প্রদর্শনী ‘ফ্রিডম’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি মার্গারেথা কুয়েলিনারি। সেখানেই তার হাতব্যাগটি চুরি হয়।
নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের ব্যাগটি উদ্ধার করেছে পুলিশ
Share!