Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

দল করলে দলের নিয়ম শৃঙ্খলা মানতে হবে-ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দুই বছর পর নির্বাচন। ঘর গোছাতে হবে, দল গোছাতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, কলহ-কোন্দল মিটিয়ে ফেলতে হবে। দল করলে দলের নিয়ম শৃঙ্খলা মানতে হবে। তা নাহলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। শনিবার বিকালে নোয়াখালী জিলা স্কুল মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা ও জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 দলীয় নেতাকর্মীদেরকে উদ্দেশ্যে তিনি বলেন, আমাকে খুশি করার দরকার নেই। মানুষকে খুশি করুন। আচার আচরণ ঠিক করুন। দশটি উন্নয়ন কাজ দুটি খারাপ আচরণের কারণে যেন ম্নান হয়ে যেতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। জনসভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ খায়রুল আনম সেলিম। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান এমপি, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এনামুল হক শামীম, খালেদ মাহমুদ চৌধুরী এমপি, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, প্রতিমন্ত্রী মির্জা আজম, মামুনুর রশিদ কিরণ এমপি, এএইচ এম ইব্রাহিম এমপি, মোরর্শেদ আলম এমপি, আয়েশা ফেরদৌস এমপি প্রমুখ
Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top