পাকিস্তান নৌবাহিনী শুক্রবার তার দেশের পানিসীমায় ভারতীয় সাবমেরিনের প্রবেশ রুখে দেয়ার দাবি করেছে।এক বিবৃতিতে পাকিস্তান নৌবাহিনী জানায়, তারা আবারো তাদের সদাসতর্কতা প্রমাণ করেছে। তারা পাকিস্তানি পানিসীমায় প্রবেশ করতে যাওয়া একটি ভারতীয় সাবমেরিন চিহ্নিত করে সেটির গতিরোধ করেছে।এতে বলা হয়, ১৬ নভেম্বর পাকিস্তানের দক্ষিণ উপকূলে ভারতীয় সাবমেরিনটিকে শনাক্ত করা হয়। তারপর সেটিকে ধাওয়া করে দূরে হটিয়ে দেয়া হয়।সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে তীব্র সামরিক উত্তেজনার মধ্যে এই ঘটনা ঘটলো। দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে প্রায়ই গুলিবিনিময় ঘটে। এতে ব্যাপক প্রাণহানিও ঘটে।
Share!