অদ্যকার সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন- আল্লামা ইলিয়াস হোসাইন হেলালী (সভাপতি), মাওলানা এস.এম.ফরিদ-উজ-জামান ( সিনিয়ার সহ-সভাপতি),ড.দিদারুল আলম খান (উপদেষ্টা), মোঃ দেলোয়ার হোসেইন (সাধারন সম্পাদক),মোসাররফ হোসেন নাঈম (যুগ্ন সাধারন সম্পাদক) ,মাও ঃ আঃ সালাম (এ্যাডঃ আইন বিষায়ক সম্পাদক) সহ আরও অনেকে উপস্থিত ছিল । গত ৩০ শে অক্টোবর ব্রাম্মণবাড়িয়ার নাসিরনগরে একটি ঘটনার জের ধরে ওই এলাকার হিন্দু সম্প্রদায় ও তাদের উপাসনালয়ের উপর যে হামলা চালানো হয় তা আমাদের বছরের হিন্দু-মুসলিম সম্প্রীতির দৃষ্টান্তকে কলংকিত করেছে। বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ এই বর্বরোচিত ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছে । হিন্দু সম্প্রদায়ের এই বিপদের সময়ে আমরা তাদের পাশে দাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ সভাপতি আল্লামা ইলিয়াস হোসেইন বিন হেলালীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এই সময় প্রতিনিধি দলটি ক্ষতিগ্রস্থদের পাশাপাশি বিভিন্ন পেশার মানুষ ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছে। গত ২৭ অক্টোবার সন্ধ্যা ৭টা ১৬ মিনিটে ফেসবুকে ইসলাম ধর্ম অবমাননারকর একটি ছবি পোষ্ট করাকে কেন্দ্র করে ৩ শে অক্টোবার দিবাগত রাতে নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের মন্দিরে এবং বাড়িতে হামলা, ভাঙ্গচুর ও লুটপাট চালানো হয়। এইঘটনার সাথে কোন আলেম ওলামা সম্পৃক্ত নয় । তারা আরো বলে ইসলাম কোন ধরনের হামলা ও পরের অনিষ্ট করাকে সমর্থন করে না
নাসিরনগরের হিন্দু সম্প্রদায় ও তাদের মন্দিরে হামলা- ভাংচুরের পরিপ্রেক্ষিতে সরেজমিনে পরিদর্শন করে প্রকৃত তথ্য জাতির সামনে তুলে ধরার লক্ষে দলীয় অবস্থান জানানোর জন্য আজকের এই সংবাদ সম্মেলন।
Share!