আফগানিস্তানের হেরাত প্রদেশে আটকে পড়া ২৫ জন বাংলাদেশী নাগরিক আজ দেশে ফিরেছেন। তারা বিমানযোগে সকাল পৌনে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান।পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, এসব বাংলাদেশী কাজের উদ্দ্যেশ্যে অবৈধভাবে আফগানিস্তানের হেরাত প্রদেশে যান এবং একটি প্রতিষ্ঠানে যোগ দেন। কিন্তু ২/৩ মাস পরেই প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যায়। এ অবস্থায় পররাষ্ট্র মন্ত্রণালয় তাদেরকে দেশে ফেরত আনার উদ্যোগ নেয়। বাংলাদেশ সরকারের অনুরোধে স্থানীয় হেরাত কর্তৃপক্ষ আটকেপড়া বাংলাদেশীদের খাবার ও আশ্রয়ের ব্যবস্থা করে। আফগান সরকার আটকে পড়া বাংলাদেশীদের মেয়াদ উত্তীর্ণ অবস্থানের ভিসা ফি হতে অব্যাহতি দেয়। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) আটকেপড়া বাংলাদেশীদের নিজ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করে। ফেরত আসা বাংলাদেশীরা সুস্থ আছেন।
আফগানিস্তানের হেরাত প্রদেশে আটকে পড়া ২৫ জন বাংলাদেশী নাগরিক আজ দেশে ফিরেছেন
Share!