Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

আগামী ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে অংশ নেবেন না বলে জানিয়েছেন বর্তমান মেয়র সেলিনা হায়াৎ আইভী। তবে দল তাঁকে মনোনয়ন দেবে বলে আশাবাদী তিনি। আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
গতকাল মঙ্গলবার জেলা সার্কিট হাউসে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় মেয়র পদে দলীয় প্রার্থী হিসেবে আনোয়ার হোসেনসহ তিনজনের নাম প্রস্তাব করা হয়। এই তিনজনের মধ্যে নারায়ণগঞ্জের বর্তমান মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি সেলিনা হায়াৎ আইভীর নাম নেই। ওই তিনজন হলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি আবদুর রশিদ। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন মেয়র আইভী।তাঁকে বাদ দিয়ে তিনজনের নাম প্রস্তাবের বিষয়ে সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘আসলে একটি অংশ এ কাজ করেছে। সেটি আমরা সবাই জানি, নারায়ণগঞ্জবাসীও জানে। মহানগর আওয়ামী লীগ তড়িঘড়ি করে একটি সভা ডেকে সিদ্ধান্ত নিয়েছে। একজন প্রভাবশালী নেতার নির্দেশে কাজটি হয়েছে। শহরের মধ্যে বহু আগে থেকেই নারায়ণগঞ্জ আওয়ামী লীগ দুটি ভাগে বিভক্ত আছে। সে ক্ষেত্রে তারা কারও নাম কেন্দ্রে পাঠাতেই পারে। কেন আমার নাম পাঠায়নি, তারাই ভালো বলতে পারবে। এ ব্যাপারে আমার বলার কিছু নেই।’নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘দল যে সিদ্ধান্ত দেবে, আমি সেই সিদ্ধান্তেই যাব। আমি দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করব না।’সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার দৃঢ়বিশ্বাস, বিগত সময়ে আমার কর্মকাণ্ডের কারণে দল আমাকে মনোনয়ন দেবে। কারণ, আমি ১৩ বছর ধরে এখানে কাজ করছি। নারায়ণগঞ্জ পৌরসভাতে ছিলাম আট বছর এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে ছিলাম পাঁচ বছর। অত্যন্ত প্রতিকূলতার মাঝে আমি কাজ করেছি।’ ২০০৩ ও ২০১১ সালের নির্বাচনে নিজের লড়াইয়ের কথা উল্লেখ করেন তিনি।দল মনোনয়ন দেবে—এমন আশার কারণ ব্যাখ্যা করে মেয়র আইভী বলেন, ‘আমি আমার কাজের মাধ্যমে প্রমাণ করেছি। নারায়ণগঞ্জবাসীকে আমি যথেষ্ট পরিমাণ সেবা দেওয়ার চেষ্টা করেছি। দলের ভাবমূর্তি উজ্জ্বল করেছি। আমার এমন কোনো নেতিবাচক দিক নেই, যা দলকে পিছিয়ে দিয়েছে।’ তিনি ভালো কাজ করেছেন আর সেটাই তাঁর প্লাস পয়েন্ট বলে তিনি মনে করেন।আগামী ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top