বিনোদন প্রতিবেদক: প্রতিভাবান কণ্ঠশিল্পী “লাবু মাফরু’র” আজ জন্মদিন। শত ব্যস্ততার মধ্যে এই শিল্পী তার জন্মস্থান মানিকগঞ্জ শহরে পারিবারিকভাবে জন্মদিন পালন করবে। তার জন্মদিনে তিনি সবার নিকট দোয়া চেয়েছেন। জনপ্রিয় এই শিল্পির চারটি মিউজিক ভিডিও তার নিজস্ব ইউটিউব চ্যানেল L maruf music station থেকে রিলিজ করা হয়েছে এবং বাজারে রয়েছে তার চারটি অডিও এ্যালবাম। আরো দুইটি ব্যায়বহুল মিউজিক ভিডিও কাজ চলছে। এছাড়াও একটি একক এ্যালবামের কাজ চলছে।
Share!