‘স্নেক অন এ প্লেন’— সিনেমাটা দেখলেই শরীর কেমন ঘিনঘিন করে। লাখো লাখো সাপ মানুষের সঙ্গে বিমান সফর করতে গিয়ে যে কাণ্ডটা ঘটেছিল তাই দেখানো হয়েছিল বাণিজ্যিকভাবে সফল ওই হলিউডি সিনেমায়।অনেকটা সেইরকম ঘটনাই ঘটলো মেক্সিকোর এক বিমানে। বিমানের ভেতর লাগেজ রাখার কেবিন থেকে বড় একটা সাপ ঝুলতে দেখা গেল। সবুজ রঙের ওই সাপটিকে দেখে মেক্সিকো সিটির অ্যারোমেক্সিকো বিমানে ছড়িয়ে পড়ে আতঙ্ক।বিমানের ভেতর লাগেজ কেবিনের দেয়ালে সাপটির ভিডিও ইউটিউবে আপলোড করার পরই ভাইরাল হয়ে যায়।এই বিমানেই সফররত এক যাত্রী জানান, সাপটিকে ঝুলতে দেখে সবাই খুব ভয় পেয়ে যায়। সাপটা ৩ ফুটের মতো লম্বা হবে। বিমানটিকে তড়িঘড়ি মেক্সিকো সিটিতে ল্যান্ডিং করা হয়। মাঝের সময়টা যাত্রীরা ভয়ে সিঁটিয়ে ছিলেন।এই বিমান পরিষেবা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, কী করে সাপটি বিমানের ভেতর ঢুকলো তা তদন্ত করে দেখা হবে।
বিমানের ভেতর লাগেজ রাখার কেবিন থেকে বড় একটা সাপ
Share!