বলিউডের এক সময়কার ‘সেক্স কুইন’ জিনাত আমানের সঙ্গে শুতে চেয়েছিলেন অভিষেক বচ্চন। নিজ মুখে কথাটা বলেছেন অমিতাভ বচ্চন পুত্র।রিতেশ দেশমুখ ও সাজিদ খানের এক টিভি অনুষ্ঠানে কথাটা প্রকাশ করেছেন ঐশ্বরিয়া রাইয়ের স্বামী।অভিষেক জানিয়েছেন, তখন তার বয়স ছিলো ৫। হিমাচলে তার বাবা অমিতাভ ও জিনাত একটা ছবির শুটিং করছিলেন। সেখানে ছিলেন অভিষেকও। হিমাচলে জিনাত প্রায়ই অভিষেকের সঙ্গে সময় কাটাতেন এবং বিভিন্ন ধরণের খেলা খেলতেন। একদিন রাতে ডিনারের পর জিনাত যখন নিজের ঘরে যাচ্ছিলেন তখন অভিষেক তার কাছে জানতে চান, তিনি কার সঙ্গে শোবেন? উত্তরে জিনাত বলেন ‘একা’। কেউ যে একাও শুতে পারে সেই ধারণা ছিল না ৫ বছরের অভিষেকের। তাই তিনি জিনাতকে প্রশ্ন করেন, ‘আমি কি তোমার সঙ্গে শুতে পারি?’ জিনাত তখন মজা করে বলেন, ‘তুমি তো এখন অনেক ছোট, একটু বড় হও, তারপর।’
Share!