Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

সু চি’র কাছে কুপোকাত সামরিক জান্তারা

মিয়ানমারের বহুদলীয় নির্বাচনে দেশটির ক্ষমতাধর সামরিক জান্তারা অং সাং সু চি’র কাছে কুপোকাত হয়েছে। নির্বাচনে ক্ষমতাসীন ইউএসডিপি সু চি’র এনএলডির কাছে বিধ্বস্ত হয়েছে। ক্ষমতাসীন দলের এক ঊর্ধ্বতন সদস্য মঙ্গলবার এএফপিকে জানান, তারা সু চি’র দলের কাছে পুরোপুরি হেরে গেছে।নির্বাচনের প্রাথমিক ফলাফলে দেখা গেছে, সু চি’র দলের কাছে বিরাট ব্যবধানেই হারতে বসেছে ক্ষমতাসীনরা। এখন পর্যন্ত ঘোষিত নিম্নকক্ষের ৮৮টি আসনের মধ্যে ৭৮টি আসনে সু চি’র এনএলডি জয়ী হয়েছে। অন্যদিকে মাত্র ৩টি আসনে জয়ী হয়েছে ইউএসডিপি। দলের অনেক হেভিওয়েট প্রার্থীও পরাজিত হয়েছেন।পরাজয় স্বীকার করে ইউএসডিপি’র ঊর্ধ্বতন সদস্য কি উইন বলেন, ইউএসডিপি পুরোপুরি হেরে গেছে। এনএলডি জিতে গেছে।সু চিকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, এনএলডিকে কাজ করতে দিতে হবে। সু চিকে এখন দায়িত্ব নিতে হবে। তার দল বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথে রয়েছে।তবে এনএলডি’র জন্য আনুষ্ঠানিক বিজয় এখনও অধরা। কেননা সংখ্যাগরিষ্ঠতার জন্য এনএলডিকে ৬৭ শতাংশ আসনে জয়ী হতে হবে।তবে বিপুল পরিমাণ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও সুচির ক্ষমতায় যাওয়া নিয়ে বেশ সংশয়ে আছেন বিশ্ববাসী। কারন ১৯৯০ সালের সাধারণ নির্বাচনে একইভাবে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেও সরকার গঠন করতে পারেনি সু চি’র দল এনএলডি।উল্লেখ্য, ২৫ বছর পর গত রোববার মিয়ানমারের নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top