পরিবারের কাছে এখনো মাসুদ রানা নামটিই প্রিয়। বাড়িতে এই নামেই তাঁকে ডাকেন সবাই। কিন্তু তাঁর অনেক ভক্তই জানেন না, ঢালিউডের জনপ্রিয় নায়ক শাকিব খানের নাম এটি। তো মাসুদ রানার নাম শাকিব খান কীভাবে হলো? শাকিব শোনালেন সেই গল্প। বললেন, ১৯৯৯ সালে তাঁর প্রথম ছবি অনন্ত ভালোবাসায় অভিনয় করতে গিয়েই শাকিব খান নামে নামকরণ হয় মাসুদ রানার। শুরুতেই নামটি নিয়ে দ্বিধাদ্বন্দ্ব দেখা দিয়েছিল। শাকিব বলেন, ‘সেই সময় শাকিল খানও চলচ্চিত্রে অভিনয় করতেন। আবার মাসুদ রানার সঙ্গে সোহেল রানার নাম মিলে যায়। শেষ পর্যন্ত পরিচালক সোহান ভাই ও প্রযোজক কুদ্দুস ভাই দুজনে মিলে আমাকে শাকিব খান নামটিই দিলেন।’
Share!