Tuesday , 14 January 2025
সংবাদ শিরোনাম

ডিজিটাল বাংলাদেশ গড়তে শেখ হাসিনার বিকল্প নেই

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই। তিনি বলেন, বর্তমান সরকার ক্রীড়াসহ সকল সেক্টরের উন্নতি সাধনের পরিকল্পনায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) মহানগরীর শহীদ কামরুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে শনিবার রাতে ‘রাজশাহী কিংস’ নামের একটি নতুন দল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি, আয়েন উদ্দীন এমপি, আক্তার জাহান এমপি।রাজশাহী কিংসের প্রধান পৃষ্টপোষক শাহরিয়ার আলম বলেন, বাংলাদেশি টাইগারদের অবদান পুরো জাতির জন্য গর্ব। এই সাফল্য আগামীতে অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।তিনি বলেন, সরকার দেশের ক্রীড়া সেক্টরকে উন্নত করতে বিভিন্ন সময় উপযোগী পদক্ষেপ গ্রহণ করেছে।প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের প্রত্যক্ষ নির্দেশনায় রাজশাহীর উন্নয়ন দ্রুতগতিতে এগিয়ে চলছে এবং এটি দেশের প্রধান উন্নতি প্রক্রিয়ায় সংযোজিত হয়েছে।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top