ব্রিটেনের রাজধানী লন্ডনে সিরীয় বংশোদ্ভুত একজন মুসলমান নারী পরিচালনা করছেন চারটি ইসলামি স্কুল। এসব স্কুলে শিশুদেরকে সহজ উপায়ে সহিহ-শুদ্ধভাবে কোরআনে কারিম শেখানোর পাশাপাশি প্রয়োজনীয় ইসলামি বিষয়াদি শেখানো হয়।তাহেরা আক্তার নামের ওই নারী ইতোমধ্যেই স্কুল পরিচালনায় দক্ষতার প্রমাণ রাখতে সক্ষম হয়েছেন। লন্ডনে ব্যক্তি উদ্যোগে পরিচালিত এমন স্কুলের সংখ্যা খুব কম হলেও তাহেরা তার স্কুলগুলো সুন্দরভাবে পরিচালনা করে সুনাম অর্জন করেছেন। তাহেরা আক্তার চার সন্তানের জননী। তিনি ২০০৮ সালে যখন তার কন্যাকে কোরআন শিক্ষার স্কুলে পাঠাতে চান তখন দেখেন, ভালো ও মানসম্মত কোনো স্কুল নেই। পরে তিনি বিভিন্ন স্কুল ঘুরে, নানা জনের সঙ্গে পরামর্শ করে নিজেই লন্ডনে ইসলামি স্কুল খোলার সিদ্ধান্ত নেন। স্কুল খোলার আগে তাহেরা নিজে এবং নিয়োগকৃত শিক্ষকরা সিরিয়া যেয়ে কোরআন শিক্ষার ওপর বিশেষ প্রশিক্ষণ নেন। তাহেরা প্রথমে তিনি তার নিজের বাড়িতে কোরআন শিক্ষার ক্লাস শুরু করেন। ধীরে ধীরে স্কুলের সুনাম বাড়তে থাকে, বৃদ্ধি পেতে থাকে শিক্ষার্থীদের সংখ্যা।দীর্ঘ ৮ বছর পর তাহেরা ধীরে ধীরে চালু করেছেন স্কুলের চারটি শাখা।
দীর্ঘ ৮ বছর পর তাহেরা ধীরে ধীরে চালু করেছেন স্কুলের চারটি শাখা
Share!