রুপালি আলোয় মিমসময়ের জনপ্রিয় অভিনেত্রী লাক্সতারকা বিদ্যা সিনহা মিম। আবেদনময়ী রূপ ও অভিনয়গুণে তিনি দর্শকপ্রিয়তার শীর্ষে চলে এসেছেন। নিজস্ব ক্যারিয়ারকে স্থায়ী রূপ দিতে এখনো দুর্বার গতিতে ছুটে চলছেন। একের পর এক ছবিতে অভিনয় করে মিম রীতিমতো রুপালি আলোয় উদ্ভাসিত হয়ে উঠেছেন। তারই ধারাবাহিকতায় এখন ‘পাষাণ’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এছাড়া তার হাতে আরও তিন/চারটি চলচ্চিত্র রয়েছে। এরমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- ‘আমি তোমার হতে চাই’, ‘আকাশে বাতাসে রটিয়ে দিলাম’ ও ‘দাগ’। ‘বড় প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার প্রতিটি শিল্পীর ইচ্ছে থাকে। জাজ গেল কয়েক বছরে যৌথ প্রযোজিত একাধিক ব্যবসা সফল ছবি নির্মাণ করেছে। সেই দিক থেকে তাদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে দারুণ ভালো লাগছে। এই ছবিতে দর্শক আমাকে সাংবাদিক চরিত্রে দেখবে। এটি একটি চ্যলেঞ্জিং চরিত্র। প্রথমবারের মতো এমন চরিত্রে কাজ করছি আশা করি চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে সক্ষম হবো।’
রুপালি আলোয় মিমসময়ের জনপ্রিয় অভিনেত্রী লাক্সতারকা বিদ্যা সিনহা মিম
Share!