টাঙ্গাইলের বাসাইলে দাফনের তিন মাস পর কবর থেকে তোলা হয়েছে বৃদ্ধা লাইলী বেগমের মরদেহ। আদালতের নির্দেশে সোমবার দুপুরে উপজেলার ময়থা কবরস্থান থেকে মরদেহটি উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। কবর থেকে মরদেহ তোলার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল আহসান উপস্থিত ছিলেন।লাইলী বেগম উপজেলার ময়থা নয়া পাড়ার নওশের আলীর স্ত্রী।গত ৩০ জুলাই সকালে নিজ ঘরে লাইলী বেগমের মরদেহ পাওয়া যায়। এসময় তার ঘরে তালা দেয়া ছিল। পরে ময়নাতদন্ত শেষে মরদেহ দাফন করা হয়। দাফনের সময় নিহতের বড় ছেলে মোখলেছুর রহমান উপস্থিত থাকলেও অন্য দুই ছেলে আহসান হাবিব ও মাসুদ রানা অনুপস্থিতি ছিলেন। আহসান ও মাসুদের অভিযোগ, স্বর্ণালঙ্কার লুটের পর তার মাকে হত্যা করা হয়েছে।এ ঘটনায় নিহতের মেয়ে হালিমা বেগম বাদী হয়ে ১৬ আগস্ট একটি মামলা করেন। মামলায় মোখলেছুরের ছেলে রাব্বি ও স্ত্রী জোৎস্না বেগমকে আসামি করা হয়েছে। মামলার প্রেক্ষিতে বিচারক কবর থেকে মরদেহ তুলে ফের ময়নাতদন্তের নির্দেশ দেন।বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসমান গনি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে এটি স্বাভাবিক মৃত্যু না হত্যাকা
দাফনের তিন মাস পর কবর থেকে তোলা হয়েছে বৃদ্ধা লাইলী বেগমের মরদেহ
Share!