Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

ভারতের ক্ষমতাসীন দল বিজেপি’র সহ-সভাপতি ড. বিনয় প্রভাকর সহস্রবুদ্ধে এমপি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে সাক্ষাৎ

ভারতের ক্ষমতাসীন দল বিজেপি’র সহ-সভাপতি ড. বিনয় প্রভাকর সহস্রবুদ্ধে এমপি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে সাক্ষাৎ করেছেন। রবিবার উপাচার্যের কার্যালয়ে তিনি এ সাক্ষাৎ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের উপ-পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলী এমপি এবং ত্রিপুরা বিজেপি’র সভাপতি বিপ্লব কুমার দেব। এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগের কয়েকজন কেন্দ্রীয় নেতা-নেত্রীও সেখানে উপস্থিত ছিলেন।বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাৎকালে তারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এবং আর্থ-সামাজিক উন্নয়নসহ পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে মত বিনিময় করেন। এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ভারতের বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে চলমান যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়।আর উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয় তথা বাংলাদেশের সংক্ষিপ্ত ইতিহাস বিজেপি নেতৃবৃন্দকে অবহিত করেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ভারতীয় সরকার, জনগণ ও গণমাধ্যমের সার্বিক সমর্থন ও সহযোগিতার কথাও তিনি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পরে বিজেপি সভাপতি কেন্দ্রীয় শহীদ মিনারসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, ভবন ও ঐতিহাসিক স্থান পরিদর্শন করেন।উল্লেখ্য, বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে যোগ দিতে বিজেপি’র সহ-সভাপতি বর্তমানে বাংলাদেশ সফর করছেন।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top