আওয়ামী লীগের নতুন কমিটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার জোর দাবি উঠেছে। আওয়ামী লীগের ২০তম কাউন্সিলের দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনে সারাদেশ থেকে আসা কাউন্সিলরা এ দাবি তোলেন। তারা এখন কাউন্সিল অধিবেশনে বক্তব্য রাখছেন। এ সময় অতীতে যারা দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকেও দলের সঙ্গে বেঈমানি করেছে সেই ‘মীরজাফরদের’ দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব না দেওয়ারও দাবি ওঠে।রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে রবিবার সকাল সাড়ে ৯টায় কাউন্সিল অধিবেশন শুরু হয়। সেখানে বিভিন্ন জেলার সভাপতি, সাধারণ সম্পাদকরা বক্তব্য দেন। অধিবেশনে সভাপতিত্ব করছেন দলের সভাপতি শেখ হাসিনা।অধিবেশনে রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু বলেন, ‘আমাদের আগামী দিনের স্বপ্ন সজীব ওয়াজেদ জয়। তাকে আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতিতে দেখতে চাই। এ কাউন্সিল সে দাবি তুলে ধরছি।’তিনি আরও বলেন, ‘আপনার পাশে থেকে ভবিষ্যৎ রাজনীতিতে সজীব ওয়াজেদ জয় নেতৃত্ব দেবেন আমরা এটাই চাই।’ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি বাকি বিল্লাহ বলেন, ‘আমরা মনে করি সজীব ওয়াজেদ জয়কে দলে অভিষিক্ত করা দরকার’। আর প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনিও আমাদের ছেড়ে যাবেন না।’জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমি যাবো না তো, যাবো কোথায়?’ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদ কোরেশী বলেন, ‘আপনার বিশ্বস্ত, যার কাছে দল নিরাপদ থাকবে তার হাতেই নেতৃত্ব তুলে দেবেন বলে আমরা আশা করছি। সজীব ওয়াজেদ জয়কেও দলের নতুন কমিটিতে দেখতে চাই।’টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান ফারুক বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা আপনার আলোতেই আমরা আলোকিত। আমাদের বিজ্ঞ, প্রাজ্ঞ ও মহান অনেকেই আছেন, কিন্তু, সবার আগে শেখ হাসিনা, তারপরেই তাদের অবস্থান। আওয়ামী লীগ আপনার সম্পদ। এই দলটাকে যতোদিন পারেন আপনাকেই টেনে নিয়ে যেতে হবে। আপনি বিজয়ের যে দিগন্ত উন্মোচন করেছেন পাশে থেকে সজীব ওয়াজেদ জয়কেও আপনার পেছনের কাতারে জায়গা করে দেবেন। তিনি স্মার্ট, দক্ষ। মনে রাখবেন সুগন্ধিত ফুল যদি না থাকে তবে খুশবু ছড়াবে কে? তাই জয়কে আমরা নেতৃত্বে দেখতে চাই।’
জয়কে আমরা নেতৃত্বে দেখতে চাই
Share!