Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

আবারও জেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

অনেক দিন না যাওয়া জেলাগুলোতে সফর করার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরইমধ্যে তার ব্যক্তিগত কর্মকর্তাদের এমন জেলার তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন তিনি। আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশ্বস্ত সূত্রে এ খবর নিশ্চিত হওয়া গেছে।সূত্র জানায়, শুক্রবার নেদারল্যান্ডস থেকে দেশে ফেরার পর সহযোগী সংগঠনের নেতারা তাকে শুভেচ্ছা জানাতে গণভবনে যান। প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ প্রধানমন্ত্রীকে বলেন, সংগঠনের কাজে তিনি লক্ষ্মীপুর গিয়েছিলেন। সেখানকার মানুষ প্রধানমন্ত্রীকে দেখতে চান। পংকজ দেবনাথ প্রধানমন্ত্রীর অনেকদিন সেখানে না যাওয়ার বিষয়টিও স্মরণ করিয়ে দেন। এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে সেখানে থাকা তার ব্যক্তিগত কর্মকর্তাদের অনেক দিন না যাওয়া জেলাগুলোর তালিকা করতে বলেন। তিনি দ্রুতই এমন জেলাগুলো সফর করবেন বলে সিদ্ধান্ত জানান।

গণভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্র বলছে, ইতিমধ্যে এ নিয়ে কাজ শুরু হয়েছে। যেসব জেলায় একেবারেই যাননি এ তালিকার সঙ্গে যোগ হতে যাচ্ছে সেসব জেলাও- যেগুলোতে তিনি সাংগঠনিক সফরে গিয়েছিলেন কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে যাননি। সূত্র মতে, লক্ষ্মীপুর, মাগুরা, চুয়াডাঙ্গা, নড়াইলের পাশাপাশি বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বেশকিছু জেলা তালিকায় প্রাধান্য পেতে যাচ্ছে।প্রধানমন্ত্রী হিসেবে বিদেশের পাশাপাশি দেশের অভ্যন্তরেও রাষ্ট্রীয় কর্মসূচিতে যোগ দিতে বিভিন্ন জেলায় যেতে হয় আওয়ামী লীগ সভানেত্রীকে। ব্যক্তিগতভাবেও তিনি তৃণমূলে গিয়ে কাজ করতে পছন্দ করেন। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চিরনিদ্রায় শায়িত আছেন। মেহেরপুরের বৈদ্যনাথ তলায় বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয়েছিল। জাতীয় কর্মসূচি পালনের জন্য সরকারপ্রধান হিসেবে তিনি প্রতিবছরই এ দুই জেলায় যান। এছাড়া দুই বছরে কক্সবাজার, চাঁপাইনবাবগঞ্জ, হবিগঞ্জসহ অনেক প্রান্তিক জেলা সফর করেছেন তিনি। বৃহস্পতিবার বগুড়া সফরে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা।আওয়ামী লীগের আরেক সূত্র জানায়, প্রধানমন্ত্রী তার সফর তালিকায় পিছিয়ে পড়া ও অনুন্নত জেলাগুলোকেও রাখছেন। দেশের সার্বিক অবস্থা, মানুষের জীবনযাত্রা স্বচক্ষে দেখতে চান তিনি। সে বিবেচনায় নেত্রকোনা, নড়াইল, লালমনিরহাট, ভোলার মতো জেলাগুলো বেশি গুরুত্ব পাবে।
 অবশ্য আনুষ্ঠানিক মন্তব্য চাইলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কোনো কর্মকর্তাই এ বিষয়ে বক্তব্য দিতে চাননি। জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, এখনও তাদের পর্যায়ে কোনো নির্দেশনা আসেনি। তবে প্রধানমন্ত্রী দেশব্যাপী যে উন্নয়ন কর্মযজ্ঞ চালাচ্ছেন বিশেষ করে যেসব জেলায় উন্নয়ন কর্মকাণ্ড চলছে, সেগুলো নিজে পরিদর্শন করতে চান। এক্ষেত্রে যেগুলোতে সাম্প্রতিক সময়ে যাননি সেগুলোকে প্রাধান্য দেন। যতটা সম্ভব তিনি মানুষের কাছাকাছি যেতে চান, মানুষের পাশে থাকতে চান। সর্বশেষ ১৫ অক্টোবর কুড়িগ্রাম সফর করেন প্রধানমন্ত্রী। সেখানে সদ্যবিলুপ্ত দাশিয়ারছড়া ছিটমহল পরিদর্শন করেন। পাশাপাশি জেলা শহরে একটি জনসভায়ও ভাষণ দেন
Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top