স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধনী) আইন-২০১৫ এর অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ আইন সংসদে উপস্থাপনের জন্য অনুমোদন দেয়া হয়।বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, কিছুদিন আগে দলীয় প্রতীকে ও দলীয় মনোনয়নে স্থানীয় সরকার নির্বাচনের লক্ষ্যে এই আইন সংশোধন করা হয়েছিল। সে সময় মন্ত্রিসভার অনুমোদনের পর সংসদ অধিবেশন না থাকায় রাষ্ট্রপতির প্রজ্ঞাপন জারির মাধ্যমে অধ্যাদেশ আকারে এটি কার্যকর করা হয়। এখন সংসদে অধিবেশনে এটিকে আইন করার জন্য উত্থাপন করতে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।এছাড়া মন্ত্রিসভার বৈঠকে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোয় নতুন সমঝোতা স্মারকের খসড়া অনুমোদন দেয়া হয়।বৈঠকে বাংলাদেশের আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট ইউনেস্কোর দ্বিতীয় ক্যাটাগরির প্রতিষ্ঠানে উন্নীত হওয়ায় মন্ত্রিসভা শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছে বলে শফিউল আলম জানান।তিনি বলেন, প্রধানমন্ত্রীও শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন। শিক্ষা মন্ত্রণালয়ও তাদের সার্পোটের জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছে।এছাড়া বৈঠকে আলোচিত মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্টদের তাগিদ দেয়া হয়।
স্থানীয় সরকার ‘পৌরসভা’ আইনের অনুমোদন
Share!