চুয়াড্ঙ্গার জীবননগরে পেট জোড়া লাগা যমজ শিশুর জন্ম হয়েছে। তাদের নাম রাখা হয়েছে হাসি ও খুশি। শহরের একটি বেসরকারি ক্লিনিকে বুধবার অস্ত্রপাচারের মাধ্যমে মা সীমা খাতুন (২০) শিশু দুটির জন্ম দেন।জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মাহমুদ বিন হেদায়েত সেতু অস্ত্রপাচারের মাধ্যমে তাদের ভূমিষ্ট করান। জন্মের পর থেকে দুজনেই সুস্থ রয়েছেন বলে তিনি জানান দরিদ্র কৃষক পরিবারে পেট জোড়া যমজ শিশুর জন্ম হওয়ায় কান্নায় ভেঙে পড়েছেন মুকুল-সীমা দম্পতি। চিকিৎসা করানোর কোনও উপায় দেখছেন না দরিদ্র মুদি দোকানি পিতা।
Share!