নন স্টপ বাংলাদেশ’ এমন স্লোগানকে সামনে রেখে ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৬’র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘জোট সরকারের আমলে হওয়া ভবন তৈরি করে বিএনপি যে ঘুষ বাণিজ্য শুরু করেছিলো; ডিজিটালাইজেশনের মাধ্যমে তার সরকার তা রোধ করেছে।’রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) বুধবার ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৬’ উদ্বোধন করে প্রধানমন্ত্রী আরো বলেন, ‘এখন সকল ধরণের সরকারি টেন্ডার ই-টেন্ডারের মাধ্যমে হচ্ছে। সব কিছু ইন্টারনেটের মাধ্যমে করা হচ্ছে। এর ফলে ঘুষ বাণিজ্যকে দূর করা গেছে।’এ সময় শেখ হাসিনা তার সরকারের তথ্য-প্রযুক্তি খাতের সাড়ে সাত বছরের বিভিন্ন উন্নয়ন তুলে বলেন, ‘এখন সারা দেশে সাড়ে ৫ হাজার শেখ রাসেল ডিজিটাল ল্যাব রয়েছে। যা তরুণদের তথ্য-প্রযুক্তি খাতে দক্ষ করে তুলতে ভূমিকা রাখছে। এটা ২০১৮ সালে গিয়ে দাঁড়াবে ১০ হাজারে।’বর্তমান সরকারের নানামুখি পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, আমাদের সরকার ২০২১ সালে মধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিবে। এছাড়া বহুল আলোচিত পদ্মা সেতুতে ২০১৮ সালে গাড়ি চলতে পারবে বলেও আশাবাদ রাখেন তিনি।ডিজিটাল ওয়ার্ল্ডের মূল উদ্দেশ্য আইসিটি খাতে বাংলাদেশের অর্জন তুলে ধরা। সেই সঙ্গে বিভিন্ন দেশের আইসিটি উদ্যোক্তা এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে ধারণা ভাগাভাগির জন্য সেমিনার ও কর্মশালার আয়োজনও থাকছে।
ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৬’র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
Share!