দেশ পরিচালনায় আমাদের যে অঙ্গীকার তা ২০তম সম্মেলনের মধ্য দিয়ে বাস্তাবায়ন হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেন, ‘সম্মেলনের মধ্য দিয়ে আগামী দিনে আওয়ামী লীগ পরিচালনার জন্য একজন দক্ষ নেতা বেরিয়ে আসবে।’বুধবার দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে দলের সম্মেলনস্থল পরিদর্শন করার সময় সাংবাদিকদের সঙ্গে তিনি এ সব কথা বলেন।সৈয়দ আশরাফুর ইসলাম বলেন, ‘অতীতের মতো এবারও একটি উৎসবমুখর পরিবেশে সম্মেলন অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ যখন যে সিদ্ধান্ত নেয় তা বাস্তবে পরিণত করে।’ সম্মেলনস্থলের সাজসজ্জায় উচ্ছ্বাস প্রকাশ করে সৈয়দ আশরাফ বলেন, ‘আমার জানা ছিল না যে এত বিশাল পরিবেশে এ আয়োজন হচ্ছে। আমার বিশ্বাস দলীয় সভাপতি শেখ হাসিনা এ বিরাট কর্মযোগ্য দেখে বিস্মিত হবেন।’ প্রায় আধা ঘণ্টা সম্মেলনস্থলের কর্মযোগ্য পরিবেশ ঘুরে ঘুরে দেখেন সৈয়দ আশরাফ। এ সময় আওয়ামী লীগের অন্যান্য কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
দেশ পরিচালনায় আমাদের যে অঙ্গীকার তা ২০তম সম্মেলনের মধ্য দিয়ে বাস্তাবায়ন হবে
Share!