Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

নিজেদের সর্বোচ্চটাই উজাড় করে দেবো-মুশফিক

বাংলাদেশ টেস্টের বাইরে ১৪ মাস। ক্রিকেটের বড় পরিসরে দীর্ঘদিন বাইরে থাকা কতটা প্রভাব ফেলবে মুশফিকদের পারফরম্যান্সে, প্রশ্নটা ঘুরেফিরেই আসছে। ওয়ানডের লড়াই সমান সমান হলেও টেস্টে ইংল্যান্ডের সঙ্গে বাংলাদেশ কেমন করবে, এ নিয়ে বেশির ভাগের মনেই আছে সংশয়। মুশফিকুর রহিম অবশ্য আশা দিচ্ছেন, ইংলিশদের বিপক্ষে ভালো কিছুই সম্ভব।২০১৫ সালের জুলাই-আগস্টে সবশেষ টেস্ট খেলেছিলেন টাইগাররা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের পর পাঁচ দিনের ক্রিকেট ম্যাচ খেলার সুযোগ হয়নি বাংলাদেশের।তবে ১৪ মাসের এই বিরতিও ইংল্যান্ডের বিপক্ষে বড় কোনো বাধা হিসেবে দেখছেন না মুশফিকুর রহীম।বুধবার দুপুরে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের কনফারেন্স হলে সিরিজের প্রথম টেস্ট নিয়ে কথা বলতে গিয়ে এমনটাই জানান বাংলাদেশ অধিনায়ক গত ১৪ মাস ধরে টেস্ট খেলার বাইরে ছিলেন, এতে ইংল্যান্ডের বিপক্ষে কোনো সমস্যা হতে পারে কি না? এই প্রশ্নের জবাবে মুশফিক বলেন, ‘আসলে ১৪ মাসের বিরতি বড় বাধা নয়। কারণ আমাদের টেস্ট দলের বেশ কয়েকজন সিনিয়র খেলোয়াড় (সাকিব, তামিম, মাহমুদউল্লাহ…..) বাকি দুই ফরম্যাটে আছে। যদিও তারা ১৪-১৫ মাস টেস্ট খেলার বাইরে ছিল, তবে আন্তর্জাতিক ম্যাচের বাইরে ছিল না। ওয়ানডে ও টি-২০তে খেলেছে। তাই ইংল্যান্ডের বিপক্ষে কোনো সমস্যা হওয়ার কথা নয়।’ টেস্ট ফরম্যাটে ইংল্যান্ড বেশ শক্তিশালী দল। র্যাংকিংয়ে তাদের অবস্থান চতুর্থ। বিশ্বের অন্যতম একটি সেরা দলের বিপক্ষে টেস্ট খেলাটা চ্যালেঞ্জ হিসেবেই মানছেন স্বাগতিক দলের অধিনায়ক মুশফিক। মুশফিক বলেন, ‘ইংল্যান্ড সমীহ জাগানো দল। এই সিরিজটা আমাদের জন্য সত্যিকারেই চ্যালেঞ্জ। এই সিরিজে আমাদের লক্ষ্য থাকবে পাঁচ দিন ব্যাটিং-বোলিংয়ের সেরাটা খেলাটাই উপহার দেয়া। প্রত্যেকটা সেশন অনুযায়ী ব্যাটিং ও বোলিংয়ে ভালো খেলার পরিকল্পনা নিয়েই মাঠে নামবো।’ গত দুই বছরে ওয়ানডে ও টি-২০তে ভালো খেলেছেন টাইগাররা। সেই ধারাবাহিকতা টেস্টেও আনতে চান মুশফিক।মুশফিক বলেন, ‘দেখবেন, দুই বছর ধরে ওয়ানডে ও টি-২০তে আমাদের ভালো সময় কেটেছে। অনেক ম্যাচ জিতেছি, আবার হেরেছিও। কাজেই ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে জয়-পরাজয়ের চেয়েও এই ফরম্যাটে আমাদের ওয়ানডে ও টি-২০’র ধারাবাহিকতা নিয়ে আসতে হবে। তার জন্য নিজেদের সর্বোচ্চটাই উজাড় করে দেবো।’

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top