মিডল্যান্ড ব্যাংক লিমিটেড শিক্ষা ক্ষেত্রে সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির (সিএসআর) আওতায় কুমিল্লা জেলার মুরাদনগর থানায় অবস্থিত বাবুটিপাড়া গ্রামের চাঁদ তারা জামে মসজিদকে পবিত্র আল-কোরআন শিক্ষা কার্যক্রম পরিচালনায় মসজিদটির উন্নয়ন কার্যক্রমের জন্য ২ লাখ টাকা আর্থিক অনুদান প্রদান করেছে।মঙ্গলবার ব্যাংকের গুলশানস্থ প্রধান কার্যালয়ে মসজিদটির পরিচালনা কমিটির সম্মানিত সদস্য মো.ফিরোজ আহমেদের নিকট আর্থিক অনুদানের চেক হস্থান্তর করেন মিডল্যান্ড ব্যাংক লি. এর ব্যবস্থাপনা পরিচালক মো. আহসান-উজ জামান।এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক খন্দকার নাইমুল কবির।চাঁদ তারা জামে মসজিদ কুমিল্লা জেলার মুরাদনগর থানার বাবুটিপাড়া গ্রামে অবস্থিত একটি দৃষ্টিনন্দন মসজিদ, যা ২০০০ সালে নির্মাণ করা হয়।মসজিদটিতে উক্ত এলাকার প্রায় ২৫০ জন ছেলেমেয়ে পবিত্র কোরআন শিক্ষাগ্রহণ করে।
পবিত্র আল-কোরআন শিক্ষা কার্যক্রম পরিচালনায় মসজিদটির উন্নয়ন কার্যক্রমের জন্য ২ লাখ টাকা আর্থিক অনুদান প্রদান
Share!