ব্যাটারি বিস্ফোরণের ঘটনার জেরে এবার বাংলাদেশি বিমানেও নিষিদ্ধ করা হলো দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাংয়ের গ্যালাক্সি নোট ৭। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানায়, পৃথিবীর বিভিন্ন দেশে স্যামসাংয়ের গ্যালাক্সি নোট ৭ এর ব্যাটারি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এরই প্রেক্ষিতে বিভিন্ন দেশে আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোতে স্যামসাং গ্যালাক্সি নোট ৭ নিষিদ্ধ করা হয়েছে। এবার বাংলাদেশের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক রুটে চলাচলকারী বিমানে ফোনটি পরিবহন নিষিদ্ধ করা হলো।এ বিষয়ে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা এ কে এম রেজাউল করিম বলেন, ‘আন্তর্জাতিক পেক্ষাপট বিবেচনা করে বাংলাদেশে চলাচলকারী অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে চলাচলকারী ১৭ টি বিমানে স্যামসাংয়ের গ্যালাক্সি নোট ৭ পরিবহন নিষিদ্ধ করা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। ’উল্লেখ্য, প্রতিবেশী দেশ ভারত, পাকিস্তানসহ এশিয়া, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়ার বিভিন্ন রুটে চলাচলকারী বিমান সংস্থায় নিষিদ্ধ করা হয়েছে গ্যালাক্সি নোট ৭।
বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে গ্যালাক্সি নোট ৭
Share!