যশোরের চৌগাছায় খড় গাদার মধ্যে লুকিয়ে রাখা বোমা বিস্ফোরিত হয়ে মিন্টু রহমান (৪৫) নামে একজন সৌদি প্রবাসী আহত হয়েছেন। তিনি চৌগাছা উপজেলার সদর ইউনিয়নের লস্করপুর গ্রামের শফিউল্লাহর ছেলে। তিনি কিছুদিন আগে সৌদি থেকে গ্রামে বাড়াতে এসেছেন।বুধবার সকাল ছয়টার দিকে এ ঘটনা ঘটে। ‘সকালে গরুর খাবারের জন্য গাদা থেকে খড় নিয়ে আসতে যায়। এ সময় তিনি দেখেন বিচালির ফাঁকে একটি কাপড়ের প্যাকেট রয়েছে। পরিত্যক্ত মনে করে তিনি প্যাকেটটি ছুঁড়ে ফেলে দিতেই বোমাটি বিস্ফোরিত হয়।’তিনি আরও বলেন, ‘শব্দ শুনে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে চৌগাছা হাসপাতালে ভর্তি করে। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মসিউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘কেউ হয়তো পলিথিন ব্যাগে সেখানে কোনও অসৎ উদ্দেশ্যে বোমাটি রাখে গিয়েছিল। তবে এ ঘটনায় কেউ এখনও অভিযোগ করেননি।’
Share!