মাহারুক খান : জনপ্রিয় সংবাদ সংস্থা ও নিউজ পোর্টাল নিউজ ফেয়ার এর উদ্যোগে ঢাকার তোপখানা রোডস্থ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে আগামী ৩১ অক্টোবর বেলা ২.৩০টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ১ দিনের প্রিন্ট মিডিয়া, অনলাইন ও টেলিভিশন সাংবাদিকতা প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণ দেবেন এওয়ান নিউজ২৪.কম সম্পাদক ও দৈনিক আজকের বিনোদনের নির্বাহী সম্পাদক ড. মোজাহেদুল ইসলাম মুজাহিদ, বাংলাদেশ মিডিয়া ইন্সটিটিউট এর প্রিন্সিপাল মুহাম্মদ আবু হানিফ খান, চ্যানেল আই এর সিনিয়র সাংবাদিক অনজন রহমান, টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) এর সভাপতি ও দৈনিক নবচেতনার চীফ রিপোর্টার সালাম মাহমুদ। ২৫ জন এ প্রশিক্ষণে অংশ নিতে পারবেন। প্রশিক্ষণ শেষে ঐদিনই সনদপত্র প্রদান করা হবে। প্রশিক্ষণে অংশগ্রহণের ফি ৫০০/- (পাঁচশত) টাকা। অংশগ্রহণে আগ্রহীরা নিউজ ফেয়ার সম্পাদক- টি.এ.কে আজাদ, মোবাইলঃ ০১৭১১ ৬৬৬৯৩৩ এ ২৯ অক্টোবর’ ২০১৬ এর মধ্যে যোগাযোগ করে নাম ও পিতার নাম এসএমএস করে এন্ট্রি করাতে পারবেন।
Share!