দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা, যোগাযোগ ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে শনিবার থেকে ঢাকায় শুরু হচ্ছে দুই দিনব্যাপী ৯ম দক্ষিণ এশিয়া অর্থনৈতিক শীর্ষ সম্মেলন। রাষ্ট্রপতি আবদুল হামিদ দুপুর ২টা ৩০ মিনিটে সম্মেলনের উদ্বোধন করবেন। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সম্মেলনের সমাপনী দিন রবিবার ভাষণ দেবেন।সম্মেলনে দক্ষিণ এশিয়ার ১০০’র বেশি বক্তা ‘রিমেনিং সাউথ এশিয়া ইন ২০৩০’ লক্ষ্যমাত্রা সংক্রান্ত চারটি প্লেনারি ও ৯টি পেরালাল অধিবেশন বক্তব্য রাখবেন।সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)- সহযোগিতায় অপর চার আঞ্চলিক সংস্থা- ভারতের ‘রিসার্স অ্যান্ড ইনফরমেশন সিস্টেম ফর ডেভেলপিং কান্ট্রিস’ (আরআইএস), নেপালের ‘সাউথ এশিয়া ওয়াচ অন ট্রেড, ইকোনোমিক্স অ্যান্ড ইনভারনমেন্টস্’ (এসএডব্লিউটিইই), পাকিস্তানের ‘সাসটেনেবল ডেভেলপমেন্ট পলিসি ইনিস্টিটিউট’ (এসডিপিআই) এবং শ্রীলংকার ‘দি ইনিস্টিটিউট অফ পলিসি স্টাডিজ অফ শ্রীলংকা’ আয়োজক হিসেবে থাকবে।
দক্ষিণ এশিয়া অর্থনৈতিক শীর্ষ সম্মেলন-ঢাকায়
Share!