হিন্দু ধর্মাবলম্বীদের বিজয়া দশমী আজ। সকালে দর্পণ আর ঘট পুজার মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিসর্জনের সমাপ্তি পর্ব পালন করা হয়। ভাসানে বিষাদের সুর থাকলেও শেষ বারের মতো মন্ডপগুলোতে ঢাক-ঢোল আর কাসরের তালে তালে চলে সিঁদুর উৎসব।বাঙালি নারীদের জন্য সিঁদুর খেলা অনেকটাই তাৎপর্যপূর্ণ। সিঁদুর বিবাহিত জীবনের চিহ্ন। তাই বিজয় দশমীর দিন প্রত্যেক সনাতন হিন্দু ধর্মাবলম্বী নারীরা সিঁদুর খেলায় লাল রঙ্গে রঙিন হয়ে উঠে।এই দিনটা তাদের যেমন আনন্দের তেমন দুঃখের। দুর্গা মা তার মায়ের বাড়ি মাত্র পাঁচ দিনের জন্য আসে এবং শেষ দিন সে শ্বশুড় বাড়ি ফিরে যায় তাই মাকে বিদায় জানানো হয় মিষ্টি, সিদুর’র মধ্য দিয়ে।এই খেলাটি বিবাহিত নারীদের জন্য একসময়ে সীমাবদ্ধ ছিলো। তবে বর্তমানে এ খেলাটি সবাই মিলে উদযাপন করে থাকে। শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত উৎসবে মেতে ওঠে।মঙ্গলবার বেলা ৩টায় ঢাকেশ্বরী মন্দিরে এক হবে রাজধানীর ২২৯টি মণ্ডপের প্রতিমা। ৫ টায় বিসর্জনের পথে বুড়িগঙ্গার পথে যাত্রা করবে দেবী দুর্গা। দুর্গা যাওয়ার শেষ বেলায় হিন্দু ধর্মাবলম্বীরা অংশ নিবে বিসর্জন শোভাযাত্রায়।
মন্ডপগুলোতে ঢাক-ঢোল আর কাসরের তালে তালে চলে সিঁদুর উৎসব
Share!