Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

সিলিন্ডার আকৃতির একটি ডেস্কটপ বাজারে ছাড়লো স্যামসাং

সিলিন্ডার আকৃতির একটি ডেস্কটপ বাজারে ছাড়লো স্যামসাং। দেখতে অসাধারণ এই ডেস্কটপটির বিশেষত্ব হচ্ছে এতে ৩৬০ ডিগ্রি সাইন্ড পাওয়া যাবে।স্যামসাংয়ের কমপ্যাক্ট মডিউলার ডেস্কটপ পিসিটির নাম দেয়া হয়েছে আর্টপিসি পালস। পিসিটি কেনার জন্য যুক্তরাষ্ট্রের অ্যামাজনে প্রি-অর্ডার দেয়া যাচ্ছে। এটি দেখতে ম্যাক প্রো পিসির মতই।সম্পূর্ণ মেটাল ডিজাইনে তৈরি এই সিপিইউটিতে আছে ৩৬০ ডিগ্রি অমনি ডিরেকশনাল স্পিকার। স্যামসাংয়ের ডেস্কটপ সিপিইউটি ১০.৭ ইঞ্চি আকৃতির। এর পুরুত্ব ৫.৫ ইঞ্চি। এটি দুইটি ভার্সনে পাওয়া যাবে। একটির দাম তুলনামূলক কম। যার মূল্য ১১৯৯ ডলার। অন্যটির মূল্য ১৬০০ ডলার।১১৯৯ ডলারের ডেস্কটপটিতে আছে ২.৭ গিগাহার্জের ইন্টেল কোর আই ৫ প্রসেসর। আরও আছে ৮ জিবি ডিডিআর৪ র‌্যাম। আরও আছে ২ জিবি এএমডি র‌্যাডিওন আরএক্স ৪৬০ গ্রাফিক্স কার্ড। হার্ডডিস্ক আছে ২৫৬ জিবির এসএসডি।নেটওয়ার্ক কানেকটিভিটি হিসেবে আছে ইউএসবি সি পোট এবং আরও চারটি ইউএসবি পোর্টস। ডিভাইসটিতে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম চালিত।১৬০০ ডলারের ডেস্কটপটিতে আছে ৩.৪ গিগাহার্জের ইন্টেল কোর আই৭ প্রসেসর, ১৬ জিবি র‌্যাম এবং ১ টেরাবাইট সাটা এইচডিডি। ডিভাইসটির উচ্চতা ১২.২ ইঞ্চি। পুরুত্ব ৫.৫ ইঞ্চি। এটিও উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম চালিত।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top