জঙ্গিবাদ মোকাবিলায় বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপের প্রশংসা করেছেন যুক্তরাজ্যের একাধিক এমপি। সোমবার ব্রিটিশ পার্লামেন্টের সামনে যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত জঙ্গিবাদবিরোধী সমাবেশ ও মানববন্ধনে এই প্রতিক্রিয়া জানান তারা।সমাবেশ ও মানববন্ধনে একাত্মতা ঘোষণা করে ব্রিটিশ এমপি স্টিফেন টিমস গণমাধ্যম কর্মীদের বলেন, ‘ইসলামের নামে যারাই জঙ্গি কর্মকাণ্ডে লিপ্ত, তাদের কেবল বাংলাদেশ নয়, সারা বিশ্ব থেকে স্বমূলে উৎপাটন করতে হবে।’লেবার পার্টির ছায়া প্রতিরক্ষামন্ত্রী ফাবিয়ান হ্যামিলটন এমপি বলেন, ‘সেক্যুলার বাংলাদেশের বিরুদ্ধে যারা অবস্থান নেবে, তাদের দমনে সরকারের সব ধরনের অভিযানে লেবার পার্টির সমর্থন থাকবে।’
Share!