মোঃ নাদিম ঃবিভাগীয় শহর রাজশাহীতে নিযূক্ত সহকারী ভারতীয় হাইকমিশনার অভিজিৎ চট্টোপাধ্যায় চাঁপাইনবাবগঞ্জে ব্যবসায়ীদের সাথে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেছেন।
চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির আয়োজনে শনিবার সকাল সাড়ে দশটায় চেম্বার ভবন মিলনায়তনে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী হাই কমিশনার অভিজিৎ চট্টোপাধ্যায় এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম। জেলা প্রশাসক তাঁর বক্তব্যে ভারতের সাথে ব্যবসার ক্ষেত্রে সরকারের অবস্থান ব্যাখ্যা করেন।এ সময় জেলার ব্যবসায়ী, শিল্প উদ্দ্যেক্তা ও আমদানী-রপ্তানীকারকরা ভারতের সাথে ব্যবসার ক্ষেত্রে তাদের সুবিধা অসুবিধার কথা তুলে ধরে দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দরএবং গোমস্তাপুর উপজেলার রহনপুর রেলবন্দর পথে আমদানী-রপ্তানী কার্যক্রম, ভারত ভ্রমনের ক্ষেত্রে ভিসা জটিলতা সহজ করার প্রস্তাব দেন।এ সময় সহকারী ভারতীয় হাইকমিশনার অভিজিৎ চট্টোপাধ্যায় ব্যবসায়ী প্রতিনিধিদের বক্তব্য মনযোগ দিয়ে শুনে শারদীয় দূর্গাপুজোর শুভেচ্ছা জানিয়ে বলেন,বাংলাদেশ ভারতের বন্ধুপ্রতিম দেশ। ফলে বাংলাদেশের ব্যবসায়ীদের কিছু সমস্যার ব্যাপারে তিনি অবগত হয়েছেন। তাছাড়া সোনামসজিদ কেন্দ্রিক ব্যবসার ব্যাপারে বিশেষ আগ্রহী নিয়ে ইতিমধ্যে তিনি সেখানে একবার ব্যবসায়ীদের সাথে বৈঠকও করেছেন বলে সভায় জানান। এছাড়া ভিসার ক্ষেত্রে তিনি প্রয়োজনীয় কাগজপত্রের ব্যাপারে বিশেষ সতর্ক থাকার পরামর্শ দিয়ে বলেন, আলোচনার প্রেক্ষিতে বিভিন্ন সমস্যা ও সমাধানের লিখিত প্রস্তাবনা তাঁকে দ্রুত দেয়া হলে তাঁর পক্ষে করণীয় নির্ধারণ করা সহজ হবে। তিনি বারবার লিখিত প্রস্তাবনা দেয়ার উপর গুরত্ত্বারোপ করেন। ব্যবসায়ীদের সাথে আলোচনার সময় সহকারী ভারতীয় হাইকমিশনার অভিজিৎ চট্টোপাধ্যায়ের পতœী শ্রীমতী পত্রলিকা চট্টোপাধ্যায়,অতিরিক্ত জেলা প্রশাসক আবু জাফর, সিনিয়র সহকারী পুলিশ সুপার ওয়ারেছ আলী, চেম্বার সহ-সভাপতি আব্দুল হান্নান হানু, চেম্বার পরিচালক আমিনুল ইসলাম সেন্টু, লুৎফর রহমান ফিরোজ, সাধারণ পরিষদের সদস্য আব্দুল হান্নান মাষ্টার, আকবর হোসেন,
চাঁপাইনবাবগঞ্জে সহকারী ভারতীয় হাইকমিশনারের সাথে ব্যবসায়ীদের মতবিনিময়
Share!