বখাটেদের হাত থেকে নারী আদৌ রেহাই পাবে ।উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী রিশার মা শুক্রবার রাতে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন খাদিজা আক্তার নার্গিসকে দেখতে গিয়েছিলেন। তবে তিনি আইসিইউতে প্রবেশ করতে পারেননি।এসময় রিশার মা বলেন, ‘মেয়ের ওপর এ ধরনের বখাটেদের হামলা যে কতটা কষ্টের সেটা আজ নার্গিসের মা বুঝতে পারছেন। আজ (শুক্রবার) রিশার মৃত্যুর ৪০ দিন ছিল। মনটা খুব অস্থির লাগছিল। এজন্য আজ নার্গিসকে দেখতে আসছিলাম। আমার মেয়েসহ এর আগেও বখাটেদের হাতে যাদের মৃত্যু হয়েছে তাদের বিচার হলে নার্গিসের আজ এ অবস্থা হতো না।’তার অভিযোগ, মেয়ের মৃত্যুর ৪০ দিন পার হয়ে গেলেও পুলিশ চার্জশিট দিতেন পারেনি। তার দাবি, রিশার ঘাতক ওবায়দুলের শাস্তি যেন দ্রুত দেওয়া হয়। সমাজে এ ধরনের দৃষ্টান্ত স্থাপন হলেই কেবল বখাটেরা ভয় পারে। আর কোনও রিশাকে মারা যেতে হবে না এবং খাদিজার মতো জীবন মৃত্যুর সদ্ধিক্ষণেও কাউকে থাকতে হবে না। এ ধরনের ঘটনাকে আমলে নিয়ে অতিদ্রুত এসব ঘটনার বিচার করা উচিত।
Share!